সত্য ও ন্যায়ের বিজয় অবশ্যম্ভবী

লিখেছেন লিখেছেন Bqvkv ০১ মার্চ, ২০১৩, ০৭:৫২:৪৮ সকাল

পেশাগত ব্যস্ততার কারণে লেখালেখি প্রায় ছেড়েই দিয়েছিলাম । ভাবছিলাম অনলাইনে আয়ের একটা উপায় বের করবো। বর্তমানে মুদ্রাস্ফীতির যে অবস্থা তাতে করে শুধু চাকুরির উপার্জন দিয়ে চলাফরা করা বেশ মুশকিল ব্যাপার। তাছাড়া দেশটা হয়ে গেছে একটা লুটেরার স্বর্গরাজ্য কি গ্রাম বা কি শহর যে যেখানে যেভাবে পারছে লুটপাট করেই চলছে। গতকালের ঘটনায় রাতে বাড়ি ফিরার সময় ভাড়া বড্ড বেশি হয়ে গেল। তারপরও একটা কথা সবাই কমবেশি বললাম যে এই যে টাকাটা বেশি নিলা এইটা কিন্তু বেশি দিন থাকবে না।

এইটা আমাদের দেশের সামগ্রিক অবস্থার একটি ক্ষুদ্র অংশ মাত্র।

আসুন সব নাগরিকই ই সত্যের জন্য কথা বলতে থাকি কারণ যদি বলা বন্ধ করে দেই তাহলে তো আর ন্যায় ও অন্যায়ের মধ্যে কোন পার্থক্য থাকবে না। কিন্তু সত্য ও ন্যায়ের মাধ্যমে বিজয় আমাদের ন্যায় আম পাবলিকদেরকেই ছিনিয়ে আনতে হবে।

বিষয়: বিবিধ

১৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File