১লা মার্চ ২০১৩ এর সকাল
লিখেছেন লিখেছেন চিরন্তন সত্য ০১ মার্চ, ২০১৩, ০২:২২:৩৮ দুপুর
প্রতিদিনের মতই আজকেও সকাল হল। ফজরের নামাজ শেষে কিছুক্ষন নিশ্চুপ থাকলাম। মনে হল কি যেন করা হল না। ইসলামের আদেশ হল, "যখন কোন অন্যায় দেখ প্রথমে হাত দিয়া প্রতিহত কর, তা না পারলে মুখ দিয়া নিষেধ কর, তাও না পারলে এই অন্যায় কে বদলানোর জন্য চেষ্টা কর"।
আজ ১লা মার্চ ২০১৩ এর সকালে মনে হল, আমার উপরের কোনটাই করা হল না। তাই আজ নিজেকে অপরাধী মনে হচ্ছে। এই সকালটা বার বার মনে করিয়ে দেয় ২৮শে ফেব্রুয়ারীর অন্যায়ের কথা। বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমের মৃত্যুদন্ডাদেশ ও অর্ধশতাধিক প্রতিবাদী মানুষের মৃত্যু।
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন