দেশের বর্তমান পরিস্থিতি ও মিডিয়ার রহস্যজনক ভূমিকা
লিখেছেন লিখেছেন হাফিজুর রহমান ০৫ মার্চ, ২০১৩, ১২:৩৭:১১ দুপুর
বর্তমানে দেশ এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে ।প্রতিদিনই দেশের কোথাও না কোথাও মানুষ নির্বিচারে পুলিশের গুলির শিকার হয়ে প্রান দিচ্ছে ।মানুষ বাড়ী থেকে বের হতেও ভয় পাচ্ছে এই বুঝি পুলিশের গুলির মধ্যে পরি ।দাঁড়ি টুপি ওয়ালা লোক দেখলেই জামাত শিবির বলে লান্চিত করা হচ্ছে ,পুলিশ মসজিদের মধ্যে ঢ়ুকে মুসল্লিদের ধরে নিয়ে যাচ্ছে ।ইসলাম অবমাননার প্রতিবাদে মানুষ যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে ,পুলিশ তখন পাখির মত গুলি করে হত্যা করছে ।এ রকম অবস্থায় দেশবাসী মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা আশা করেছিল কিন্তু দূঃভাগ্যজনক হলেও সত্য আমরা দেখছি মিডিয়ার ভূমিকা অত্যন্ত রহস্যজনক ও পক্ষপাতদুষ্ঠ ।মিডিয়া বলছে জামাত শিবিরের তান্ডব ,যদি তাই হতো তাহলে শুধু ৯৯ জন প্রতিবাদীই মারা যেত না,বরং এর অর্ধেক পুলিশও মারা যেত ।মিথ্যাচারের একটা সীমা থাকা ্উচিৎ ।মিডিয়া যদি দায়িত্বশীল ভূমিকা পালন করত তাহলে,সরকার উন্মাদের মত আচরনের পরিবর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করতো ।এদেশের মানুষ মিডিয়ার এরকম পক্ষপাতদুষ্ট,স্বার্থন্বেষীর পরিবর্তে সত্য,বস্তুনিস্ঠ ও সাহসী ভূমিকা প্রত্যাশা করে ।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন