শিবির একটা ব্যর্থ সংগঠন!!! এদের দিয়ে আসলে কাজের কাজ কিছুই হবে না।
লিখেছেন লিখেছেন নাটক ১৭ মে, ২০১৪, ০৩:২৮:৫৮ দুপুর
বাংলাদেশে শিবির একটি ইসলামপন্থী ইসলামিক সংগঠন। এরা বিশেষ করে ছাত্রসমাজের কাছে ইসলামের বাণী নিয়ে যায়। তাদেরকে ইসলামের দিকে আহ্বান করে থাকে। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে তারা আল্লাহর রহমত হিসেবে আবির্ভুত হয়ে থাকে। ক্যাম্পাসগুলোতে তারা না থাকলে হয়ত একেকটি ক্যাম্পাসকে জাহান্নামের একেকটি টুকরা হিসেবে আমাদেরকে দেখতে হত। এগুলো অবশ্যই ভাল দিক।
কিন্তু, বিভিন্ন বিষয়ে আমি শিবিরের উপর ত্যাক্ত বিরক্ত হয়ে গেছি। কারণ,তাদের রয়েছে অনেকগুলো নিজস্ব সাংস্কৃতিক সংগঠন যারা ইসলামী ভাবধারার গান, নাটক, হামদ, নাত, গজল ইত্যাদি পরিবেশন করে থাকে।
বর্তমান সমাজে পশ্চিমা ও ভারতীয় অপসংস্কৃতির চ্যালেঞ্জ মোকাবেলায় তারা কতটুকু কাজ করেছে?
আজকে শত বাধা সত্ত্বেও শিবিরের অনেক কাজকর্ম, কার্যক্রম চলছে। অথচ, শিবিরের আজ এমন কোন ওয়েবসাইট নেই যেখানে আমরা বাংলায় ইসলামী ভাবধারার নতুন পুরাতন সবগুলো গান ও নাটকগুলো সংগ্রহ করতে পারি। নেই তাদের এমন কোন অনলাইন সংকলন।
অনলাইনে পাই না এমন কোন সোর্স যেখান থেকে আল্লামা সাঈদীসহ অন্যান্য গ্রহণযোগ্য আলেমদের আলোচনার অডিও কিংবা ভিডিও ফাইলগুলো সংগ্রহ করব।
কেন, শিবির কি পারে না তাদের সাইমুম, প্রবাহ, উজ্জীবন, তাইফুনসহ সবগুলো শিল্পীগোষ্ঠীর ইসলামী গান, নাটকের অডিও, ভিডিও এবং আল্লামা সাঈদীসহ গ্রহণযোগ্য অন্যান্য আলেমদের আলোচনা নিয়ে একটা অনলাইন সংকলন বের করতে???? তারা তাদের অফিসিয়াল সাইটের একপাশেও তো এটা করতে পারে? কিন্তু, কেন তারা সেটা করছে না? উত্তর জানা নেই।
তাদের কি ইচ্ছে নেই অপসংস্কৃতির চ্যালেঞ্জ মোকাবেলায় তারা এগুলো বিশ্বময় ছড়িয়ে দেবে?
গত কয়েকদিন আগে সাইমুমের অত্যধিক খ্যাতনামা দুইজন শিল্পীর সাথে কথা হল। তাদেরকে জিজ্ঞাসা করলাম তাদের গাওয়া সবগুলো গান সংগ্রহে আছে কিনা তারা জানাল নেই। তাহলে, এগুলো কি আগামীতে নষ্ট হয়ে যাবে না? ইসলামী গান তো আমাদের সম্পদ এগুলো কি এমনি এমনিই আমরা আমাদের চোখের সামনে নষ্ট হতে দেব?
আমি আশা করব শিবির এগুলো রক্ষা করার জন্য এগিয়ে আসবে। আর আমার বিশ্বাস তারা এটা করতে পারবে ইনশাল্লাহ। কিন্তু,তারা কি এটা করতে এগিয়ে আসবে?
জানি না আমার এ লেখাটা শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীলদের চোখে পড়বে কিনা? নাকি আমি ধরেই নেব যে, আমার পোষ্টের শিরোনামটা ১০০% বাস্তব?
বিষয়: বিবিধ
১৬৮৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিবির আছে বলেই ক্যাম্পাসগুলোতে রক্তের হলিখেলা হয়। গো জাহান্নাম
থাকেনা সেইখানে আপনার চ্যাতনার দালাল লীগের
পোলাপানরা নিজেরাই নিজেগো ভরে!
"শিবির আছে বলেই ক্যাম্পাসগুলোতে রক্তের হলিখেলা হয়।" -এমন জ্ঞানমূলক ও বিনোদনমূলক কমেন্ট বহুদিন দেখিনি।
এগুলা সংরক্ষণ হওয়া উচিত!
যুগের পর যুগ মানুষেরা এগুলো থেকে উপকৃত হবে ইনশাল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন