কল্যাণপুরঃ বাংলাদেশ

লিখেছেন লিখেছেন কালপুরুষ পোয়েট্রি ০৯ মার্চ, ২০১৩, ১১:১৬:০১ সকাল





কল্যাণপুর; বিখ্যাত পোড়া বস্তি পুড়েছে আবার

পুড়ে গেছে তিনশটি ঘর;

নিশ্চয়ই এতে কল্যাণ আছে!

তবু মানুষগুলো, ঘরহীন মানুষগুলো

কোথায় গিয়ে দাঁড়াবে?

আমার বুকে তো এত জায়গা নেই।

করুণ বীভৎস সে দৃশ্য

কেউ খুঁজছে ছবি দ্বিতীয় স্বামীর

কেউ হারানো মেয়ের ছেঁড়া শাড়ি

কেউ দোয়েল আঁকা দুটি টাকা, অদৃশ্য বাড়ি;

বৃষ্টির মত কান্না...ঝরের মত আর্তনাদ

কেউ কেউ চুপ। আকাশ দ্যাখে এক পাগলিনী।

দুখেরও ঘুম পায়

তাকে যেতে হয় অন্য শহরে

নিতে হয় বিশ্রাম।

কান্নারও শেষ আছে, জলেরও;

শোক কি থাকে চিরকাল?

ক্ষুধার কাছে পরাজিত হয় দরিদ্র

শোকের মানবিক অধিকার।



আবার গল্প বিষাদের;

সংখ্যালঘু ঘর, মন্দির ও মানুষের।

মানুষের হাতে মানুষের মৃত্যু!

রক্ত ও লাশের মিছিলের শব্দ শোন

মানুষের লাশ, অমানুষের লাশ

সাধারণ লাশ, অসাধারণ লাশ

তবু রক্তগুলো লাল

তবু প্রতিটি মৃত্যুই সঠিক!

এই বিজ্ঞানের যুগেও মানুষ কত মূর্খ...

আমরা তবু আজও মানুষের ভাষায় কথা বলি

মানুষের পায়ে হাটি

মানুষের চোখে পড়ি জীবনের কবিতা

মানুষের হৃদয় আজও পাখি হতে চায়!

মানুষ?

নাকি মানুষের মত দেখতে রক্তখেকো পশু?

শোন, মিছিলের শব্দ...

"যুদ্ধ কখনও শান্তি আনে না"

বিষয়: সাহিত্য

১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File