টার্নিং পয়েন্ট ৬ই এপ্রিলের বাংলার মুসলিমদের লংমার্চ- আজকে নির্ধারিত হবে বাংলাদেশে ইসলামের শাসন অথবা পতন ।
লিখেছেন লিখেছেন জেড ইসলাম ০৬ এপ্রিল, ২০১৩, ০২:৩২:২২ দুপুর
৬ই এপ্রিল ২০১৩। বাংলাদেশের ইতিহাসের স্মরনীয়তম দিন।
বাংলাদেশে সমষ্টিগত ইসলাম বিরোধী গোষ্ঠী আওয়ামীজোটের বিরুদ্ধে ও তাদের কবল থেকে ইসলামকে রক্ষায় মুসলিমদের লংমার্চ ও সমাবেশ; বাংলাদেশের এযাবতকালের সর্ববৃহত সমাবেশ। এবং সম্ভবত পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহত সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশের আয়োজক হেফাজতে ইসলামের নেতারা ভাবতেও পারেননি যে কত বৃহত জনসমাগম হতে যাচ্ছে। তাদের ভাবনাকেও ছাড়িয়ে যাচ্ছে মানুষের সংখ্যা।
আজকে বাংলাদেশের ইসলাম ও মুসলিমদের অস্তিত্ব টিকে থাকার জন্য একটি চুড়ান্ত সিদ্ধান্ত নির্ধারিত হওয়ার দিন।
বাংলাদেশে সবচেয়ে বড় ও প্রধান ইসলাম বিরোধী ও বিদ্বেষীগোষ্ঠী, ইসলাম ও মুসলিমদের এক নম্বর শত্রু আওয়ামীজোটের ভয়ংকর হিংস্র কবল থেকে বাংলাদেশে ইসলাম ও মুসলিম রক্ষা করার জন্য আয়োজিত আজকের লংমার্চ ও সমাবেশ থেকেই নির্ধারিত হবে যে বাংলাদেশে ইসলাম টিকে থাকবে, নাকি বাংলাদেশ থেকে ইসলাম বিলীন হয়ে যাবে।
আজকের লংমার্চ ও সমাবেশ থেকে নির্ধারিত হবে বাংলাদেশ দ্বিতীয় কোন স্পেন হতে যাচ্ছে কিনা।
এই লংমার্চ ও সমাবেশ থেকে নির্ধারিত হবে বাংলাদেশে ভারতীয় হিন্দুস্তানী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কিনা।
এই লংমার্চ ও সমাবেশ থেকে নির্ধারিত হবে বাংলাদেশে কাদের কর্তৃত্ব হবে- ইসলাম বিরোধীদের কর্তৃত্ব অথবা ইসলামীপন্থীদের কর্তৃত্ব।
এই লংমার্চ ও সমাবেশ থেকে নির্ধারিত হবে বাংলাদেশে কোন শাসন ব্যবস্থা কায়েম হবে- ইসলাম বিরোধী শাসন অথবা ইসলামী শাসন।
এই লংমার্চ ও সমাবেশ থেকে নির্ধারিত হবে বাংলাদেশে মুষ্টিমেয় কিছু ইসলাম বিরোধী নাস্তিক-মুরতাদের নিয়ন্ত্রন থাকবে নাকি সংখ্যাগরিষ্ঠ ৯০ ভাগ মুসলিমের নিয়ন্ত্রনে থাকবে।
আর এর সবকিছুই নির্ভর করছে সঠিক ও দুরদর্শী চিন্তা ও বুদ্ধিমত্তা খাটিয়ে এই লংমার্চ ও সমাবেশকে সঠিকভাবে কাজে লাগিয়ে এর থেকে ফলাফল বের করে আনা, যার নিয়ন্ত্রন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর।
মহান আল্লাহ্র কাছে করুনভাবে দুয়া ও কামনা করছি এর বাস্তবায়ন করার জন্য। আল্লাহুম্মা আমিন।
বিষয়: বিবিধ
১৩৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন