বাংলাদেশে ইলমে হাদিসের সূচনা।
লিখেছেন লিখেছেন জালাল আহমদ ০১ জুন, ২০১৩, ০৯:২৮:০৭ রাত
সুলতান গিয়াসুদ্দীন বলবনের শাসনামলে হযরত শাহ শরফুদ্দীন আবু তাওয়ামা হাম্বলী আল বুখারী (৬৬৮ হি মোতাবেক ১২৭০ খৃষ্টাব্দে ঢাকার অদূরে সোঁনারগাঁয়ে সর্বপ্রথম ইলমে হাদীসের দরস দেয়া শুরু করেন ।
সেখানে তিনি সহীহাইন ও মুসনাদে আবী ইয়া'লা-র দরস দান করেন। দিগ দিগন্তের ইসলাম পিপসুগণ হাদিসের দরসে আগমন করতে থাকেন । তাঁর প্রসিদ্ধ ছাত্র শায়খ শরফুদ্দীন ইয়াহইয়া মুনিরী রহ: (ইন্তিকাল ৭৭৩ হি ।
তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সিহাহ সিত্তার দরস সর্বপ্রথম ১৩২৬হি: দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারীতে চালু করেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহ: এর প্রখ্যাত শাগরিদ এবং খলীফা মাওলানা সাইদ আহমদ সন্দীপী রহ: ।
(তারিখে উলুমুল হাদীস পৃষ্ঠা-২১
বিষয়: বিবিধ
২১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন