শাহবাগীয় শাহী বয়ান

লিখেছেন লিখেছেন হিন্দোল ০৪ মার্চ, ২০১৩, ০১:৩৮:৩৯ দুপুর

শাহবাগের আন্দোলনের আগুন লাগা তোমরা যারা

হুজুগ লেগে সুযোগ বুঝে কলা-রুটির মাগনা খাওন

আরো আছে মাস্তি করার উপকরণ হাতের কাছে

না বুঝেই দিচ্ছো গালি তোমার বাপের ধর্মটাকে।

জানো না তো তলে তলে তোমায় নিয়ে খেলছে যারা

পর্দা দিয়ে মুখ ঢেকেছে গুলির মুখে তোমায় দিয়ে

আতাঁত করে মসনদি স্বাদ গদী দখল পোক্ত করা

তুমি হলে ইউজ পেপার, মুছে-টুছে ছুড়ে ফেলা।

আন্দোলনের পুরোটাই বাম-রামদের পকেটে পোরা

জাপা-জামাত, বি.এন.পিকে এক ঢিলেতে কাবু করা

আওয়ামী পন্থি আন্ধা হইয়া বামদের নিয়া চলতে থাকা

তারপরেতে দেশের ধর্ম-সংস্কৃতি-কৃষ্টিগুলা, ধুইয়া ফেলা।

তোমরা যারা আবেগময়ী, ভাব আমিই বুঝি আল্ট্রা মডার্ন

বয়সের নেশায় পাগলা হাওয়ায় গা ভাসাইয়া শাহবাগে

চেতনা তোমার যেদিকেই যাক, গাল দিওনা ধর্মটাকে

সবার আগে নিজেকে চেন,

কেন তুমি সবার হাতের খেলার পুতুল।

কেন তুমি রাত বিরাতের অচেন পথিক।

কেন তুমি বন্ধন হারা নেরি কুকুর

কে তোমাকে মাতিয়ে দিল নেশার তালে ইয়াবা দিয়ে

কে তোমাকে অন্ধকারে মুখ লুকিয়ে থাকতে বলে??

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File