ইসলামকে রক্ষা করতে জামায়াত এবং হেফাজতে ইসলামকে বর্জন করতে হবে: সুফি সম্রাট শাহরিয়ার কবির

লিখেছেন লিখেছেন মিডিয়া ওয়াচডগ ১৫ মার্চ, ২০১৩, ০৪:৩৬:১৩ বিকাল

ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, “মৌলবাদের সঙ্গে আপস করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যাবে না।”

তিনি বলেন, “হাটাহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা শফী জামায়াতের ক্রীড়নক হয়ে কাজ করছেন। অনেকেই বলেন তিনি জামায়াতবিরোধী, এটি ঠিক নয়।”

তিনি বলেন, “চট্রগ্রামে শাহবাগের ছেলেদের সমাবেশ করতে না পারা মু্ক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তির জন্য সুস্পষ্ট পশ্চাৎপসারণ। জামায়াত যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ও ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোটি কোটি টাকা খরচ করছে। বুদ্ধিজীবীরা জামায়াতের কাছে বিক্রি হয়ে গেছেন। ট্রাইব্যুনালেও জামায়াত ঢুকে গেছে। ট্রাইব্যুনাল থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যাচ্ছে। ট্রাইব্যুনাল খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আমরা সরকার ও গোয়েন্দা সংস্থার সদস্যদের বলেছি নিরাপত্তা জোরদার করার জন্য।”

শাহরিয়ার কবির বলেন, “যত সীমাবদ্ধতা থাকুক মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেছে। ২০১৪ সালে মহাজোট ক্ষমতায় না আসলে খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের বিচার করবেন। শেখ হাসিনার বিচার করার তো ঘোষণা দিয়েছেন। দেশকে আবার পাকিস্তান বানাবে। ২০০১ সালে যা করতে পারেনি সেটি এবার করবেন।”

তিনি বলেন, “জামায়াতকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বর্জন করতে হবে এবং রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। আর ইসলামকে রক্ষা করতে জামায়াত এবং হেফাজতে ইসলামকে বর্জন করতে হবে।”

তিনি আরো বলেন, “শাহবাগের তরুণরা যে নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছে তাতে জয়ী হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। এটি যেমন জামায়াতের অস্তিত্বের লড়াই তেমনি এটি আমাদেরও অস্তিত্বের লড়াই।”

যারা কষ্ট করে খবরটি পড়েছেন তাদের জন্য একটা কবিতা ফ্রি দিলাম.........

৭১ এর মুরগীওয়ালা শাহরিয়ার কবির,

বাম কানে বেশি শোনেন ডান কান বধির।

যুদ্ধপরাধী ইস্যু নিয়া জীবন ভর হাহাকার,

এখন শুনি তিনি নাকি নিজেই ছিলেন রাজাকার।

৭১ এ পাক সেনাদের দিতেন মুরগী সাপ্লাই,

এ ব্যপারে প্রশ্ন করলে পাবে নাকো রিপ্লাই।

তিনি নাকি ‘র’ থেকে কামান অনেক মাল,

৫ বছর দেশে থাকেন যখন ক্ষমতায় থাকে BAL

বিষয়: বিবিধ

১৫১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File