হাসিনা বিরোধী দলে যেতে কেন ভয়? শাপলার গণহত্যা, জামায়াত নেতাদের হত্যা,পদ্মা সেতুর মহাচুরি, সাথে সেনা হত্যা কান্ডের অপরাধে ফাঁসির ভয়?
লিখেছেন লিখেছেন প্রবাসের চিঠি ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:৪৬:০২ রাত
বাংলার ইতিহাসে কলঙ্কের এক দিন ২৮ অক্টোবর। পৃথিবীর ইতিহাসে নজির বিহীন পিলখানায় ৫৭ জন সেনা অফিসারকে নির্মম ভাবে হত্যা,
একদিনে দেশ ব্যাপী গুলি করে ২০০ শতাধিক লোক খুন, বিশ্ব ব্যাংকের সনদ প্রাপ্ত চোর, হলমার্ক কেলেঙ্কারি, বিশ্বজিতের হত্যা কারী, ইসলাম প্রিয় জনতার বাংলাদেশে নবী রাসুল (সঃ) কে গালি দেয়া বদমাইশদের আশ্রয় দান,
রাতের আঁধারে নিরীহ আলেমদের উপর বর্বরতম জঘন্য গণহত্যা, শেবরণের দুর্নীতি, কালো বিড়ালের থলে উদ্ধার, কুইক রেন্টাল বিদ্যুৎ থেকে কুইক মানি লুটপাটের অভিশাপ আওয়ামী লীগের ঘুম হারাম করে ফেলেছে।
ওরা এখন ঘুমাতে পারে না শুধু দুঃস্বপ্নের কারণে।
পাপ তার বাপ কে ও ছাড়ে না।
নিরীহ নিরপরাধ মানুষের উপর আওয়ামী বর্বরতা হিংস্রতার সকল সীমা অতিক্রম করেছে।
এখন সময় হলো তাদের পাওনা ফেরত পাওয়া।
ইসলাম বিদ্ধেষী , সংবিধান থেকে বিসমিল্লাহ উৎখাত কারী, রাস্ট্র ধর্ম ইসলাম কে অপসারণ কারী, আলেম ওলামা বিরোধী,মাদ্রাসা বিদ্ধেষী, মহিলাদের হিজাব বিরোধী, সাগর রুনির হত্যাকারী খুনী সরকারের পতন এখন বাংলার জনগণের চাওয়া পাওয়ার নাম্বার ওয়ান দাবীতে পরিণত হয়েছে।
চলচাতুরী করে এখন আর লাভ নাই, ক্ষমতা ছেড়ে ভোট চাই, নাস্তিক মুক্ত দেশ চাই।
বিষয়: বিবিধ
১৭৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন