আগষ্টের ১ তারিখে কাদের মোল্লার ফাঁসির রায় হচ্ছে?
লিখেছেন লিখেছেন এসবির সিরাজ উল্লাহ ২৭ জুলাই, ২০১৩, ০৩:৩২:১৯ দুপুর
আগষ্টের ১ তারিখে কাদের মোল্লার ফাঁসির রায় হচ্ছে। আদালত পাড়ায় এই রায় নিয়ে চলছে নানা গুঞ্জন। সরকার দলীয় অনেক আইনজীবীকে সরকারের পক্ষ থেকে অগ্রিম খবরটি জানিয়ে দেয়া হয়েছে। সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারকরা কাদের মোল্লার ফাঁসির রায়ের জন্য বিচারপতিদের চাপে রেখে আদায় করে নিচ্ছেন এই রায়টি। বাশেঁরকেল্লার বিশেষ টিম জানতে পেরেছে রায়ের চুড়ান্ত ফলাফল।
জামায়াতকে কোনো ভাবে সরকার তাদের বিশেষ উদ্দেশ্য রাজি করাতে না পেরে আদালত দিয়ে কাবু করতে সরকারের এমন সিদ্ধান্ত। জামায়াতকে সরকারের সাথে আতাতে রাজি না করতে পারায় শেষ পর্যন্ত ফাসিঁর রায়টি দিয়ে তাদের র্দুবল করতে চাইছে সরকার। এতেও যদি জামায়াত নরম না হয় তবে শিগগিরই সাঈদীর রায়টি ঘোষনা করবে বলে জানা যায়। রায়ের বিচাপতিরা চরম অধৈর্যের পরিচয় দেবেন বলে আগেই জানা যায়। রায় এমন হতে পারে রিভিউর জন্য হাতে তেমন কোনো সময় দেয়া হবেনা। ফাসিঁ কার্যকরের জন্য সরকার বিচারপতিদের সবরকম নিদের্শ দিয়ে দিয়েছে। যাতে করে শত চেষ্টা করেও জামায়াত তাদের নেতাদের কোনোভাবেই আইনী প্রক্রিয়ায় বাচাতে না পারে। বিএনপির জোট না ছাড়লে আরো মাশুল দিতে হবে বলে ইতিমধ্যে সরকারের গোয়েন্দাবাহিনী জামায়াতকে জানিয়ে দিয়েছে।
বিষয়: বিবিধ
১৪৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন