"মা" শুধু মা দিবসের নয় :
লিখেছেন লিখেছেন শান্ত েছেল ১০ মার্চ, ২০১৩, ০২:০৫:০৬ দুপুর
মাকে যারা শুধু ভালবাসা দিবসে মিস করছেন অথবা দিবস পালনের আমেজে একটি দিনের জন্য আবেগপ্রবন হয়ে পড়ছেন তাদেরকে বলছি "মা" শুধু একটি দিনের জন্য নয়,সারাজীবনের জন্য। ভেবে দেখেন তো এই সুন্দর পৃথিবীতে আসার আগে আপনি কোথায় ছিলেন ? খুব কষ্ট হয়, সহ্য করতে পারি না,থামাতে পারি না অশ্রু মায়ের সব স্মৃতি মনে উঠলে। আজ মায়ের ছোট্ট একটি গল্প মনে পড়ছে খুব। গল্পটি মনে পড়লেই আমার চোখ বেয়ে অঝরে পানি চলে আসে, নিজকে থামাতে পারি না কিছুতেই। শুনুন তাহলে মর্মস্পর্শী সেই গল্পটি আর উপলব্ধি করুন "মা" কি..................।
ছেলেটির নাম এরিক। ওর মায়ের এক চোখ অন্ধ। স্কুলে বন্ধুদের সামনে এরিক খুব বিব্রত হয়। একবার ওর মা স্কুলে গেল খাবার নিয়ে,এরিক চিৎকার করে বলে উঠল তুমি মরে যাওনা কেন তাহলে আমাকে এই লজ্জা পেতে হয় না বন্ধুদের কাছে ? ছিঃ কি বিশ্রী দেখায় একটা চোখে যখন তাকাও। এরিক তাই খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করে যাতে দ্রুত এখান থেকে চলে যাওয়া যায়। ভাল রেজাল্ট করল, বড় হল সেই সাথে প্রতিষ্ঠিত। তার নিজের বাড়ী, গাড়ী, বউ-ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার।এক চোখ অন্ধ মায়ের কলঙ্ক স্পর্শ করছে না তার জীবনে। এদিকে বৃদ্ধা মা মৃত্যুর দিন গুনছে আর একটিবারের জন্য নাতিগুলোর মুখ দেখার লোভ সামলাতে না পেরে ঠিকানা খুঁজে খুঁজে চলে গেল ছেলের বাড়ী। বৃদ্ধা মা কে দরজায় দেখে এরিক হুঙ্কার দিয়ে বলল কোন সাহসে এসেছ এখানে ? দেখছ না আমার ছেলেরা তোমাকে দেখে ভয় পাচ্ছে। এখুনি বেরিয়ে যাও। এর কয়েক বছর পর স্কুলের পুনর্মিলনিতে বিশেষ অতিথি হয়ে গেল এরিক।অনুষ্ঠান শেষে কি মনে করে যেন বৃদ্ধাকে দেখতে গেল। প্রতিবেশী অপর বৃদ্ধা জানালো বছর দুই আগে তিনি মারা গেছেন আর এই চিঠি টা এরিকের জন্য রেখে গেছেন।
"আমার সোনামণি এরিক"
জানি তুমি তোমার মা কে অনেক ঘৃণা কর।আমি তোমাকে জীবনে কিছুই দিতে পারিনি। দিয়েছি শুধু লজ্জা । মা হিসেবে আমি ব্যর্থ।এজন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। ছোটবেলায় একবার তোমার একটা এক্সিডেন্ট হয়েছিল আর একটা চোখ খুব খারাপ ভাবে আহত হয়েছিল। তুমি সারাজীবন এক চোখ দিয়ে দেখবে এটা মা হিসেবে আমি সহ্য করতে পারিনি। তাই নিজেই বাকি জীবন এক চোখ দিয়ে দেখব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম।আজ তুমি দুই চোখ দিয়ে দেখতে পারছ, আমার কাছে এর চেয়ে আনন্দের আর কিছু নেই। তুমি ভাল থেকো বাবা.....................।
এই হল "মা"
এবার বলুন মাকে কখন, কিভাবে মিস করবেন ? ? ?
বিষয়: বিবিধ
১৯১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন