রাজনৈতিক অপচর্চা ও প্রজন্মের ভাগ্য পরীক্ষা

লিখেছেন লিখেছেন আলোকিত প্রজন্ম ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:০৫:২৪ সকাল

রাজনীতি একটি দেশ ও জাতির চালিকা শক্তি। এর সঠিক চর্চার মাধ্যমে একটি জাতির তার উন্নতির শিখরে পৌঁছাতে পারে যার দৃষ্টান্ত ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে এবং বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোর মানুষেরাও এর সুফল ভোগ করছে। সত্যিকারার্থে তাদের এই সুস্থ রাজনীতি স্বীয় দেশেই সীমাবদ্ধ। তাদের ফরেন পলিসি আবার সেটা বলেনা। অপর পক্ষে রাজনীতির অপচর্চা একটি জাতির অধপতনের কারণ হয়ে তাকে এবং একটি দেশের সার্বভৌমত্বকে ধবংসকারী মরণাস্র হিসেবে কাজ করে থাকে যার দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোথাও খোজার প্রয়োজন পড়েনা। আমাদের মাতৃভূমি বাংলাদেশই এর জলন্ত প্রমাণ। খুব নিদিষ্ট করেই বলা যায়, দেশের চলমান রাজনীতি আমাদের দেশের আগামী প্রজন্মকে ঠেলে দিচ্ছে অজানা এক উদ্দেশ্যের দিকে যার উপলদ্ধি একান্ত গুটি কয়েক সচেতন মানুষের মধ্যেই রয়েছে। এই রাজনৈতিক অপচর্চার অন্যতম একটি চর্চা হচ্ছে আমাদের কচি কাচা শিশুদের রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যবহার করা। ভাবতেই অবাক লাগে আমাদের দেশের সরকারী দল 'যুদ্ধাপরাধ বিচার' এই দাবির তুলে নিষ্পাপ শিশুদেরও রাজনৈতিক প্রপাগান্ডায় ব্যবহার করছে এবং নাটকীয় অভিনয়ে সারা দেশে এমন বিবেকহীন কাজকে প্রমোট করছে। মঞ্চস্থ ফাঁসির অভিনয় দেখে দেশ জুড়ে শিশুদের মাঝে চলছে ফাঁসির অভিনয় প্রতিযোগিতা। যার সুফল হিসেবে আমরা একটি নিষ্পাপ শিশুর প্রাণকে হারাতে হল। সবে মাত্র একটি গেল কিন্তু এই অভিনয়ের লেশ যে কতদিন চলে সেটি আমার জানার কথা নয়। যে মহুর্তে শিশুরা নির্যাতিত, বঞ্চিত তারা তাদের অন্ন, বস্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার থেকে, আবার পাচার করা হচ্ছে আমাদের দাদার দেশে ঠিক সেই মহুর্তে তাদের ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ হাসিলে। এদিকে মিডিয়া এটিকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করেছে। কেন এই কৃপণতা? যে শিশুটি দলীয় স্বাথ ও পদক্ষেপকে স্বাগত জানিয়ে ফাঁসির দাবির অভিনয়ে প্রাণ হারালো তাকে তো দলীয় শহীদ হিসেবে ঘোষনা করে শেখ রাসেলের যোগ্য উত্তরসূরীর মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় তালিকায় লিপিবদ্ধ করা উচিত। জাতির নতুন প্রজন্ম ও তরুণদের উৎসাহিত করতে শিশু শহীদ সৃতিসৌধ গড়ে তোলা উচিত। কারণ যুবকদের মাঝে তাদের ভাষায় অনেক দলীয় শহীদ, হিন্দু শহীদ, নাস্তিক শহীদ রয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত নতুন প্রজন্মের শিশু শহীদ দেশের ইতিহাসে এই প্রথম। এটিকে ছোট করে দেখাকি এই প্রজন্মের ত্যাগকে তুচ্ছ করে দেখা নয়? জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই কেন এই প্রহসন? কেন এই ধোকাবাজি? কেন এই অবমূল্যায়ন? কেনই বা এই প্রজন্মের ভবিষ্যতকে অন্ধকারে নিমজ্জিত করা? আসুন দেশকে এই অপশক্তির ছোবল থেকে চাই। বাচাই আমাদের এই প্রজন্মকে। তাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে একযোগে কাজ করি। গড়ে তুলি তাদেরকে আলোকিত প্রজন্মে !

বিষয়: বিবিধ

১৩৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File