শাপলা চত্বেরের নি:সংসতার শেষ পরিণতি কি?
লিখেছেন লিখেছেন প্রফেসর ০৭ মে, ২০১৩, ০২:৪৬:৩২ দুপুর
মৃতুর সংখ্যা নিয়ে সরকারের সাথে বাস্তবতা সমুদ্র সমান ফারাক। সরকার বলছে ১৪/১৫ জন। অথচ শাপলা চত্বরের উপস্থিত থাকাদের বক্তব্য হলো ২.৫/৩ হাজার। ভাংচুর ও লুটপাট যা হয়েছে তার দায়িত্ব হেফাজত সম্পূর্নভাবে অস্বিকার করছে। তাদের মত হলো সরকারের পেটুয়া বাহিনী এটি করে হেফাজতের উপর দায় চাপানোর চেষ্টা করছে। দেশের সম্মানীত নাগরকি আলেম ও প্রতিবাদী মানুষদের যে ভাবে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করা হলো এর পরিণতি হবে ভয়ংকর। সাংবাদিক নুরুল কবিরের ভাষায়, আওয়ামীলীগকে এর পরিনতি কত বছর যে ভোগ করতে হবে তা অনুমান করাও কষ্টকর।যদি মনেকরা হয় এর মাধ্যমে আলেম সমাজ চুপসে যাবে তা হবে বড় ধরনের বোকামি। এ রক্তের ফলাফল হবে এদেশে যারা শরিয়তি বিধান কায়েমের ভয় করেন তাদের ভয় আরো বেড়ে যাবে। শরিয়তি বিধান প্রতিষ্ঠার সম্ভাবনা আরো উজ্জল হবে। যারা আজ দেশ পরিচালনার নামে লুটপাট করছেন, অত্যাচার আর নিজেদের দাম্ভিকতা প্রকাশ করছেন তারা চ্যালেঞ্জের মুখে পড়বে এবং খুব তাড়াতাড়ি তাদের পতন হবে। ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠায় আলেম সমাজ ঐক্যবদ্ধ ভূমিকা আগামীতে রাখবে এতে কোন সন্দেহ নেই। কারন জুলুম, অত্যাচার ও অবিচার বন্ধ করতে হলে রাষ্ট্র ক্ষমতার বিকল্প নেই।
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন