প্রসঙ্গ জামাত ও আম্বালীগ :মিল-অমিল ও বন্ধুত্বের খতিয়ান
লিখেছেন লিখেছেন ধ্রুব মহাকাল ০৯ মে, ২০১৩, ০৫:৪০:২৬ বিকাল
প্রসঙ্গ জামাত ও আম্বালীগ :
১.জামাত আর আম্বালীগ একই
মায়ের
সন্তান যাদের বাপ ভিন্ন ।
একটার ফাকিস্তান আরেকটার
হিন্দুস্তান ।
২.দুইটাই ব্যাবসায়ীক দল ।
একটা ধর্মব্যাবসায়ী আরেকটা মুক্ত
িযুদ্ধব্যাবসায়ী ।
৩.একটা বাঙালী জাতীয়তাবাদের
দুয়ো তুলে অখন্ড ভাঁড়ত
আরেকটা মুসলিম জাতীয়তাবাদের
দুয়ো তুলে অখন্ড ফাকিস্তানের
স্বপ্ন দেখে ।
৪.দুইটাই উগ্রপন্থী জঙ্গী দল ।
একটা কট্টর বাম আরেকটা কট্টর
ডান ।
৫.শহীদ প্রেসিডেন্ট জিয়াউর
রহমানের বহুদলীয় গণতন্ত্রের
সুবাদে দুইটাই এদেশে নতুন
করে রাজনীতি করার সুযোগ
পাইছে (এখানে প্রসঙ্গত উল্লেখ
করা প্রয়োজন যে উনার
আমলে জামাত কোন নিবন্ধিত
রাজনৈতিক দল ছিলনা ।কারণ
উনি ধর্মব্যবসায়ীদের
ঘৃণা করলেও
ধর্মের প্রতি তীব্র অনুভূতিশীল
ছিলেন ।)
৬.দুইটাই স্বৈরাচারী এরশাদের
পাতানো নির্বাচনে অংশগ্রহণ
করে এরশাদকে বৈধতা দান করে ।
এবং অবশ্যই তা নিজেদের
পুনর্জীবনের জন্য ।
৭.স্বার্থের কারণে তথাকথিত
আদর্শগতভাবে দুইমেরুর হলেও
যুগপত্ আন্দোলন সংগ্রাম করে আবার
সম্পর্ক ছিন্নও করে ।
।।।। ।।। ।। ।
এতকিছু মনে করিয়ে দেবার কারণ
তাদের ইদানীংকালের ভন্ডামী ও
উগ্রামী ।
এই জামাত ই তো '৯৬
তে আম্বাদের
ক্ষমতায় আনছিলো বিএনপির
বিরুদ্ধে আন্দোলন করে ।আর এখন
আসছে খালেদা জিয়ারে উপদেশ
দিতে !
খালেদা জিয়া কেন
যুদ্ধাপরাধীদের রক্ষায় আন্দোলন
করেনা একারণে তাদের ব্যাফুক
আক্ষেপ !
উনি হ্যান করেনাই কেন ?
ত্যান করেনাই কেন ?
বিএনপি একটা লুথার দল ।
জামাতের মত আন্দোলন
করতে পারেনা !
দলটি এখন নামমাত্র আছে !
আন্দোলন
জামাতকে দেখে শিখতে হবে !
ম্যা ম্যা ম্যা ....
আরে ছাগলের দল তোরা আন্দোলন
করে আম্বাদের
কি বালটা ছিড়ছোত ?
তোদের দুইদলের (পড়ুন ছাগল ও
কুত্তার ) কুতকুত খেলা আমরা বুঝি ।
খালেদা জিয়া বা বিএনপিকে পরা
মর্শ
দিতে আসবিনা ।
বিএনপি সঠিক লাইনেই আছে ।
।।।। ।।। ।। ।
শুনে রাখ
ছাগুরা এদেশে বিএনপি ছিল
আছে থাকবে ।
বিএনপি মধ্যপন্থীদের দল ।এর
অগণিত সমর্থক কিন্তু তারা তোদের
মত উগ্র না ।
এদেশে হেফাজতে ইসলামও
এককভাবে ক্ষমতায়
আসতে পারবে যদি চায় কিন্তু
কেয়ামতের আগ পর্যন্তও
তোরা একা আসতে পারবিনা ।
নিজেদের পায়ের তলার
মাটি দেখে কথা বলিস !
বাংলাদেশ জিন্দাবাদ ।
বিষয়: রাজনীতি
১০৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন