বাঙালী করেছ বাংলাদেশী করনি

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০১ এপ্রিল, ২০১৩, ০৭:২৩:২৮ সকাল

'কয়েল জ্বালালে পালায় মশক

হৃদয় জাগালে শোষক,

এইটুকু কাজ আজও পারিনি

পেরিয়েছি চার দশক!'

শাহবাগী ইমরান এবং গং এককোটি স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দিয়েছে জাতীয় সংসদের মাননীয় স্পিকারের হাতে। ওখানে মনে মনে আমাকেও যেতে হয়েছিল, এবং অসংসদীয় ঢঙে বলতে হয়েছিল-

'এককোটি সন্তানেরে হে ক্ষুব্ধ জননী

রেখেছো শাহবাগী করে, মানুষ করনি!' (মাফি মাঙে গুরু!)

শাহবাগী করেছ, মানুষ করনি!

বাঙালী করেছ, বাংলাদেশী করনি

শাহবাগী করেছ, দেশপ্রেমী করনি

বাঙালী করেছ, মানুষ করনি

মানুষ করনি, মানুষ করনি

মানুষ করনি--

বিষয়: বিবিধ

৯২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File