বাম-মস্তিস্কের ডানপন্থী

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৫ মার্চ, ২০১৩, ০৭:৩২:৪৫ সকাল

দুজনই বিধবা এবং দুজনই বৃদ্ধা

দুজনের সংসারেই এক ছেলে, তিন মেয়ে

শাহাদাত, মধ্যমা, অনামিকা, ও কনিষ্ঠা!

ডানে যার বাড়ি, সেখানেই আমার যাওয়া-আসা বেশি

আমাকে তুমি কি বলবে বল?

আমি আজন্মের ডানপন্থী!

পথের ডানে হাঁটতেই আমি স্বাচ্ছন্দ বোধ করি

মসজিদে ডান কাতারেই আমার পা এগিয়ে যায়

বন্ধুত্বের জন্য ডান হাতটাই এগিয়ে যায়,

ডানচোখ টেপা আমার অভ্যেস

শপিংমলে ঢুকেই ডানে ঘোরা, বাসে-ট্রেনে ডানে বসা, ডানে তাকানো,

প্রায় সব ছবিতেই আমার মাথা ডানদিকে হেলান

ডানের প্রতি এ সহজাত পক্ষপাত

ডানের প্রতি যাবতীয় ভালবাসা

প্রজন্মের পর প্রজন্ম ধরে বাম-মস্তিস্ক হতে আসা!

বিষয়: বিবিধ

১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File