শরমিন্দা শরমিন্দা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২২ মার্চ, ২০১৩, ০২:১৯:৪২ দুপুর
খুব কাছ থেকে বয়ে গেলে
ছন্দ তুলে তুলে
বাঁধা বেনী খুলে,
বধির আমি শুনিনি
হায়! আমি শুকিনি
খুব কাছে এসে ছায়া রেখে গেলে
পদচিহ্ন রেখে গেলে
নিশ্বাস বুকে নিলে
আন্ধা আমি দেখিনি
কি লজ্জা! আমি বুঝিনি
খুব কাছে ঘেঁষে রোদ নিয়ে গেলে
আাঁধারে তাই থাকি
কান্না পাথরে ঢাকি,
হয়নি গোলাপ দেখা
হয়নি কলিকথা বলা
একেবারে চোখ ছুঁয়ে ঘুম তুলে নিলে
তাই নিশাচর হলাম
নির্ঘুম নির্জন হলাম;
যদি ভাবো, এতো ভ্রম মাত্র
জেনো, একেই করেছি জীবনের সত্য।
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন