শাবিপ্রবির দুই কিলো
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৮ মার্চ, ২০১৩, ০৯:৪০:৩৪ সকাল
আমাদের ক্যাম্পাসে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আল্পনা আঁকা হয়েছে- এটা খুবই আনন্দের! অসংখ্য ছেলেমেয়ে দিনরাত কষ্ট করেছে এগুলো করতে গিয়ে। কিন্তু এ পথে হাঁটতে গিয়ে আমি দ্বিধান্বিত,বিব্রত ও বিচলিত হচ্ছি প্রতিনিয়ত! চলার প্রতি পদক্ষেপে আমাকে খেয়াল রাখতে হচ্ছে আমার প্রিয় ভাষার প্রিয় অক্ষরের কোনটা মাড়িয়ে যাচ্ছি নাতো! আমার গৌরবোজ্জ্বল ইতিহাসকে পদদলিত করছি নাতো!কোন মুক্তিযোদ্ধার শানিত মুখে আমার পদচিহ্ন পড়ছে নাতো!
আচ্ছা, আমরা এত জাকজমক করে মাথায় তুলে রাখার জিনিসকে কেন পায়ে নামালাম?
বিষয়: বিবিধ
১০১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন