ভালোই আছো বাংলাদেশ

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৬ মে, ২০১৬, ০৫:৪৯:০৯ বিকাল

কেমন আছো বাংলাদেশ?

কেমন লাগছে এই জিঞ্জির-জীবন!

থুক্কুরী, জিঞ্জির বললে যেন কেমন লাগে না! তুমি তো আসলে স্বাধীন, স্বাদহীন, এবং সাধহীন। এগুলো অবশ্য পেসিমিস্ট কথা। অন্যকিছু বলি, এখন তো তোমার অনেক টাকা হয়েছে; তুমি ধনীলোকের দেশ হয়েছো--- তোমার ব্যাংকের ভল্টভর্তি রিজার্ভ--- বিশ্ববাটপারদের সার্ভ করে যাচ্ছো--- অথবা তুমি ব্যতিব্যস্ত মেকাপে--- দিনরাত প্রভুদের মনোরঞ্জনে--- মীরাবাঈ হয়ে কোমড় দুলিয়ে যাচ্ছো--- পায়ের নূপুর হয়ে ঝুনঝুন বাজছো--- এখন তুমি ন্যাচারাল-নর্তকী! তোমার কাজই হচ্ছে 'ইউজ হওয়া'!

তোমার বুকের নদীগুলোতে বাঁধের ব্লক মেরে দেয়া হবে, তোমার সড়কে সদর্পে যাবে ট্রানজিটের ট্রাক, কিছু বলতে পারবে না, কারণ তোমার কন্ঠ আটকে দিয়ে--- হাতপায়ে শিকল দিয়ে তোমাকে স্বাধীনতা দেয়া হয়েছে। তুমি একটি স্বাধীন-সার্বভৌম-সার্কাস দেশ! ভালোই আছো বাংলাদেশ!

বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370193
২৬ মে ২০১৬ রাত ০৮:৩৪
কুয়েত থেকে লিখেছেন : কেমন লাগে তুমি তো আসলে স্বাধীন স্বাদহীন, এবং সাধহীন ভালো লাগলো ধন্যবাদ
২৮ মে ২০১৬ সন্ধ্যা ০৬:২৪
307303
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদ Happy তবু আশা রাখি
370214
২৬ মে ২০১৬ রাত ১০:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তবু আশা রাখি
২৮ মে ২০১৬ সন্ধ্যা ০৬:২৫
307304
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদ HappyPraying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File