গতরাতে বজ্রপাতে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৩ মে, ২০১৬, ১১:০৫:৪৭ সকাল
তোমরা যারা উচ্চবিত্ত মেঘ হয়ে আর থাকতে পারনি দেশে
ভেসে ভেসে চলে গেছ বিভিন্ন দেশে
বিশ্বশহর বানানোর উদ্দেশে!
তোমাদের বৃষ্টিপাত ভালো লাগে, কিন্তু বজ্রপাত সওয়া যায় না!
অথবা
মধ্যবিত্ত মেঘ হয়ে উড়ে গেছ আরও ভালো যদি কিছু করা যায়,
থেকে যাবো, না চলে যাবো এই দোটানায়
সুযোগ পেলেই স্মৃতিরা চলে যায়
পদ্মা-মেঘনা-যমুনা-সুরমায়
তোমাদের ঝড়-ঝাপটা মন্দ না, কিন্তু বজ্রপাত সওয়া যায় না!
অথবা
যাদের নিম্নবিত্ত পানি হয়ে যেতে হয়েছে,
কাপড়ে-জামায় প্যাক-কাদার দাগ লেগে আছে
কাজ করছো, করতে হচ্ছে হেসে হেসে
জানি সবারই মন পড়ে আছে;
আহারে, গতরাতে বজ্রপাতে কতজন গত হয়ে গ্যাছে!
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন