হে জল্লাদ

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১১ মে, ২০১৬, ০৯:২৮:২৩ সকাল

হে সময়!

এতসব কাজের হাতকড়া পরে আর ভাল্লাগে না

ভালো ভালো ভাবনারা যেন পাত্তা পায় না

কোপ যদি দাও তবে মাথায় দিও!

ওখানেই মণকে মণ ম্যানিপুলেশন, পারমুটেশন-কম্বিনেশন

ঘিলু বেরিয়ে গেলে চিরশান্তি, নো চিন্তা নো টেনশন!

হে যমদূত!

মুখে যা আসে তাই বলি-লিখি,তাই পাতা জুড়ে আজেবাজে কোলাহল

কিন্তু সবসময় যে পেরেছি তা নয়, গিলতে হয়েছে আপোষের হলাহল

পোচ যদি দাও কন্ঠনালীতে দিও!

অনেক অনিয়ম দেখেও বলতে পারিনি, গিলতে হয়েছে ছাই

এ ব্যর্থতার দায়ভার নিয়ে অমর হতে চাই!

হে জল্লাদ!

ভদ্রলোকদের ভাঁড়ামী দেখে, ভড়ং দেখে পিত্তি জ্বলে

তবু দলে দলে লোক দেখি এদের পিছেই চলে

ফাঁসি যদি দাও তবে ভাদ্রে দিও!

এ মাসে কি যেন এক টান আছে

মাটি হবার নীরব আহ্বান আছে!

বিষয়: বিবিধ

৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File