কারো ভালোবাসার ভোরে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৮ এপ্রিল, ২০১৬, ০৬:৪৯:১৯ সকাল
কারো ভালোবাসার ভোরে
রোমান্টিক বিষ্টি পড়ে!
--- আকাশ হতে!
কারো টেকোমাথা লক্ষ্য করে
ইলা-মিলা উহু শিলা বিষ্টি পড়ে!
--- আকাশ হতে!
কারো ছাতার শিক সই করে
'ঠাডা' আই মিন বজ্রপাত পড়ে
--- আকাশ হতে!
এইসব পড়াপড়িতে
পীরিতের পীড়াপীড়িতে
বেঁচে আছি কোনমতে!
বিষয়: বিবিধ
৮৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন