দুই রান হলে জিতেই যেতাম, এক রানে হেরে গেলাম
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৪ মার্চ, ২০১৬, ১১:৪৭:৩৮ সকাল
এক রানের জন্য চুলায় থেমে গেল রান্না
এক রানের জন্য হাসিরা হয়ে গেল কান্না
এক রানের জন্য পিঠে চাপড়
জিদের চোটে জিভে কামড়
এক রানের জন্য 'বহুত হয়েছে আর না!'
এক রানের জন্য সারারাত এপাশ-ওপাশ
এক রানের জন্য হাহাকার করা দীর্ঘশ্বাস
এক রানের জন্য ধ্যাত্তেরিকা
শূন্য-মহাশূন্য-নীহারিকা
এক রানের জন্য আজীবন হা-হুতাশ!
বিষয়: বিবিধ
৮২৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন