গদ্য-গাড়ির কাছে আমার পদ্য-প্যাডেল
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৭ মার্চ, ২০১৬, ১০:৪৯:১৬ সকাল
তোমার গদ্য-গাড়ির কাছে আমার পদ্য-প্যাডেল বেমানান লাগে
তোমার হাইড্রোলিক হর্ণের কাছে আমার ক্রিংক্রিং বেমানান লাগে
তবু ঘুরি, ঘুরে ঘুরে ভবঘুরে মরি
তোমায় আমি ফলো করি!
তোমার আলিশান দালানের কাছে আমার টিনের ঘর বেমানান লাগে
শোভন-শ্যাম্পেনের কাছে আমার লেবু-শরবত বড় বেমানান লাগে
তবু থাকি, থেকে থেকে থিকথিক করি
তোমায় আমি ফলো করি!
বিষয়: বিবিধ
৮৬৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন