একটা দুষ্টুগান
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৮ জানুয়ারি, ২০১৬, ০৫:৪৮:০৬ বিকাল
নাকের জ্বালায় চোখে দেখি নারে মামা
নাকের জ্বালায় চোখে দেখি না।।
নাক হয়েছে এতো মোটা,
তারোপরে আঁচিল-গোটা
মোটা-ফ্রেমের চশমা আঁটা
একটা কাঁচে খিরাই-ফাঁটা;
চোখের আর দোষ দিবো কি
হয়ে গেছি দিনকানা।।
নাকের জ্বালায় চোখে দেখি নারে মামা
নাকের জ্বালায় চোখে দেখি না।।
নাক হয়েছে বেশ হৃষ্টপুষ্ট
জায়গা রাখে নাই রে দুষ্ট
গলায় ফুলায় বুক-পিষ্ঠ
থাকছে না আর শান্ত-শিষ্ঠ;
ভাবছি এখন বসে বসে
নাক দিয়ে দেখা যায় কিনা।।
নাকের জ্বালায় চোখে দেখি নারে মামা
নাকের জ্বালায় চোখে দেখি না।।
বিষয়: বিবিধ
৮৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্য বলেছেন!!
জাতি এখন তেমন কসরত-ই করছে!!
মন্তব্য করতে লগইন করুন