প্রশ্ন আছে উত্তর নেই
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৩ জানুয়ারি, ২০১৬, ০৮:৪৭:৪৫ সকাল
ফাদার মাদার ব্রাদার সিসটার
গল্পটা ছিলো কয়েক পিষ্ঠার
শেষমেষ কি হলো ইলশে ফিসটার?
গঙ্গা না পদ্মা, কে তার মিস্টার?
ছলার দাম বেশী, দাম নাই নিষ্ঠার!
ফাদার মাদার সিসটার ব্রাদার
ছিলাম একচুলা আমলেতে দাদার!
কি করে আমরাই হয়ে গেছি আদার!
জাদু করে জুদা, ভেলকিটা ধাঁধাঁর
দোষ দিবো কারে, বলে দ্যান মাদার?
বিষয়: বিবিধ
৮৪৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বলবো কি ব্রাদার-
জানে বিগ ব্রাদার
মন্তব্য করতে লগইন করুন