সামপ্রতিক
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৭:০১:০৫ সকাল
হায় হায় আইলো কি দিন!
কানাডার বাতাস কিনতেছে চীন,
কোন বেলুনে যাইবো বায়ু ভাবছে আলাদিন
শক্ত করে ধরছে হাতে একটা আলপিন!
আছে একটা দেশে মানুষ সস্তা
রাম, মোহাম্মদ, বড়ুয়া, ডিকস্তা
এক ডলারে যায় পাওয়া কয়েক বস্তা,
ফাঁসি দ্যায়, গুম করে, খুন করে খায় নাস্তা
বাতাসের আছে, মানুষের দাম নাই
দুনিয়ায় কি দিন আইলো ভাই!
বিষয়: বিবিধ
৭৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন