ভালোবাসা

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৭ ডিসেম্বর, ২০১৫, ১০:৩০:৩২ সকাল

ভালোবাসা তুই সর!

তুই একটা বজ্রপাত---দূরে গিয়া পড়!

ভালোবাসা তুই অন্যকাউরে ধর!

তুই একটা উৎপাত---দূরে গিয়া মর!

মাফও চাই! দোয়াও চাই!

আমার উপর করিস না ভর---

০২.

ভালোবাসা আপনি ভালোয় ভালোয় আসেন!

'আসেন' মানে যেতে পারেন!

আপনি হারিয়েছেন জ্ঞান, হারিয়েছেন তালও

আপনাকে আমার আর লাগছে না ভালো;

ভালোবাসাবাবু আপনি তফাত যান

তাদের কাছে যান, যারা চেয়ে চেয়ে দিচ্ছে আযান

আপনি হয়ে গ্যাছেন বুড়ো, হয়ে গ্যাছেন কালো

আপনাকে আমার আর লাগছে না ভালো!

০৩.

ভালোবাসা তুমি আমার বিত্ত-বৈভব

কত পথ চলে গ্যাছে পায়ে পায়ে

তুমি ছিলে ডানে, আমি বায়ে

পথের মাঝেই করলাম বিয়ে

কাটিয়ে দিলাম সারাজীবন, কাটলো না শৈশব!

বিষয়: বিবিধ

৮৬২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354345
১৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পথের মাঝেই করলাম বিয়ে
কাটিয়ে দিলাম সারাজীবন, কাটলো না শৈশব!
Thumbs Up Rose

এ শৈশব যেন কখনো না কাটে Praying Praying
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৫০
294216
সুমন আখন্দ লিখেছেন : ওয়া আলাইকুমসালাম। শৈশব যেন কখনো না কাটে Praying
354353
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৯
egypt12 লিখেছেন : শৈশব কাটাতে যদি ভ্যালোবাসা বিসর্জন দিতে হয় তাই দিন।
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৫০
294217
সুমন আখন্দ লিখেছেন : এ শৈশব যেন কখনো না কাটে Praying
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৩
294229
egypt12 লিখেছেন : কিন্তু কেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File