ভাংতি কবিতা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০২ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫০:৫০ সন্ধ্যা
আহা বেশ বেশ বেশ
জল্লাদের আহ্লাদে শেষ
রায়বাবু দিয়ে যায়
প্রাণপাখি উড়ে যায়
ফাঁসির দেশ বাংলাদেশ!
মিস্টির ভিতরেও পাকা কেশ
আহা বেশ বেশ বেশ
দাঁড়িপাল্লার ফাঁসি হবে
ধানের শীষের ফাঁসি হবে
নৌকা দেখলে হালকা-কাশি হবে
আর লাঙ্গল দেখলে হাসতে হাসতে শেষ
আহা, ফাঁসির দেশ বাংলাদেশ!
বিষয়: বিবিধ
৯৫২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন