খোঁজখবর
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৩ নভেম্বর, ২০১৫, ০৪:২৯:৪৮ বিকাল
সাকা-মুজার ফাসিঁর রায় যেদিন হলো, সারাদেশে যেদিন ফেসবুক বন্ধ হলো, ইন্টারনেটছিন্ন হলো, সেদিন হতেই আমার প্রিয় টেলিটক নাম্বারটা কাজ করছে না; সেট রিস্টার্ট করা, সিম বের করা ঢুকানো, মৃদু চাপড় দেয়া, অন্যসেটে ঢুকিয়ে চেষ্টা করা, কাস্টমার কেয়ারে কলের চেষ্টাও ব্যর্থ।
সিমটার ময়নাতদন্ত করতে হবে। আপাতত আগের জিপিটাতে আছি!
বিষয়: বিবিধ
৮৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন