সুন্দর হতে পালিশ লাগে না

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২০ নভেম্বর, ২০১৫, ০৭:৪০:২৪ সন্ধ্যা

ফেয়ারএন্ডলাভলি কাজে আসবে না,

চেহারা এতে সুন্দর হবে না,

সুন্দর সুন্দর চিন্তা কর!

ব্যবহার ভালো কর!

ডালবাটা+কাচাহলুদের মিক্চার কিছুই লাগবে না!

ডেইলি ক্লিনসেভ লাগে নারে ছেলে

কচি শশা, লেবুর খোসা

ডিমের সাদা লোদ মাজা-ঘষা

দুধের সর, খাটি মধু যাবে বিফলে

মনটা ক্লিন না হলে!

সুন্দর হতে পালিশ লাগে না

বাড়তি কোন মালিশ লাগে না!

সানস্ক্রিন লাগে নারে মেয়ে

গোলাপের কুসুম গরম জল

উপকারী উপটান, সিজনাল ফল

দেখতে পারো খেয়ে

সবই আগের মতো, কুৎসিত একঘেয়ে!

এ্যালুভেরার ভর্তা, পুদিনার পেস্ট

আমলকির রস, চন্দন বাটা বেস্ট

রোদের আগা বাতাসের গুড়া

এখানে লাফানো, ওখানে ঘুরা

এসব কাজে আসবে না, বাড়বে আনরেস্ট!

কথায়-কাজে মিল রাখতে হবে

গায়ের রঙ ফর্সা হয়ে যাবে!

বিষয়: সাহিত্য

১২৪৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350538
২০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব খাবার জিনিস কেই তো গায়ে মাখান শুরু করে দিছে!!
২০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
290972
সুমন আখন্দ লিখেছেন : তা ঠিক!Happy>-
350541
২০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এটা কি কবিতা না গান। পারলে গানে রূপান্তরিত করুন। ধন্যবাদ
২০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
290973
সুমন আখন্দ লিখেছেন : এক মণে চাপাও দশ মণ
যতই তুমি করো দমন!
দাবাতে পারবা না
নিভাতে পারবা না
ঘরে ঘরে জ্বলছে সুমন!
350551
২০ নভেম্বর ২০১৫ রাত ০৮:১২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up
২০ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৮
290983
সুমন আখন্দ লিখেছেন : Praying Happy
350569
২০ নভেম্বর ২০১৫ রাত ১০:০১
সুশীল লিখেছেন : ভালো লাগলো পিলাচ
২১ নভেম্বর ২০১৫ সকাল ১০:১০
291021
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদ
350581
২০ নভেম্বর ২০১৫ রাত ১১:৩০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


সত্যিই অসাধারণ!!! Thumbs Up Thumbs Up Rose Rose

যথার্থ বলেছেন, সহমত, জাযাকাল্লাহ
২১ নভেম্বর ২০১৫ সকাল ১০:০৯
291019
সুমন আখন্দ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম Praying
350584
২১ নভেম্বর ২০১৫ রাত ১২:০৮
সিটিজি৪বিডি লিখেছেন : রুপচর্চা বেড়েই চলেছে।
২১ নভেম্বর ২০১৫ সকাল ১০:১০
291020
সুমন আখন্দ লিখেছেন : Rolling on the Floor <:-P
350605
২১ নভেম্বর ২০১৫ সকাল ১১:৪২
বাকপ্রবাস লিখেছেন : আলগা সুন্দর হইওনাগো
পরকে দেখাইয়া
যতই চেষ্টা কাজ হবেনা
লাভলি মাখাইয়া
২৩ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:২১
291395
সুমন আখন্দ লিখেছেন : :D/ ;Winking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File