সুন্দর হতে পালিশ লাগে না
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২০ নভেম্বর, ২০১৫, ০৭:৪০:২৪ সন্ধ্যা
ফেয়ারএন্ডলাভলি কাজে আসবে না,
চেহারা এতে সুন্দর হবে না,
সুন্দর সুন্দর চিন্তা কর!
ব্যবহার ভালো কর!
ডালবাটা+কাচাহলুদের মিক্চার কিছুই লাগবে না!
ডেইলি ক্লিনসেভ লাগে নারে ছেলে
কচি শশা, লেবুর খোসা
ডিমের সাদা লোদ মাজা-ঘষা
দুধের সর, খাটি মধু যাবে বিফলে
মনটা ক্লিন না হলে!
সুন্দর হতে পালিশ লাগে না
বাড়তি কোন মালিশ লাগে না!
সানস্ক্রিন লাগে নারে মেয়ে
গোলাপের কুসুম গরম জল
উপকারী উপটান, সিজনাল ফল
দেখতে পারো খেয়ে
সবই আগের মতো, কুৎসিত একঘেয়ে!
এ্যালুভেরার ভর্তা, পুদিনার পেস্ট
আমলকির রস, চন্দন বাটা বেস্ট
রোদের আগা বাতাসের গুড়া
এখানে লাফানো, ওখানে ঘুরা
এসব কাজে আসবে না, বাড়বে আনরেস্ট!
কথায়-কাজে মিল রাখতে হবে
গায়ের রঙ ফর্সা হয়ে যাবে!
বিষয়: সাহিত্য
১২৪৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যতই তুমি করো দমন!
দাবাতে পারবা না
নিভাতে পারবা না
ঘরে ঘরে জ্বলছে সুমন!
সত্যিই অসাধারণ!!!
যথার্থ বলেছেন, সহমত, জাযাকাল্লাহ
পরকে দেখাইয়া
যতই চেষ্টা কাজ হবেনা
লাভলি মাখাইয়া
মন্তব্য করতে লগইন করুন