এই ইসলাম আমার নয়
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৬ নভেম্বর, ২০১৫, ১১:৪৩:১২ সকাল
হে আল্লাহ, আমি তোমার করি ইবাদত
তোমার কাছেই চাই রহমত!
তুমি আমাকে পড়তে বলেছো, তাই পড়ি
হে সর্বজ্ঞাতা, তোমার নামেই পড়ি!
বুকে-বোমা নিয়ে ঝাপিয়ে পড়ি না
বোমা মারা মুসলিম আমি নই!
হে রাসুল, আমি তোমারই উম্মত
তোমারই শানে পড়ি দরুদ!
তুমি শান্তির পথ দেখিয়েছো, তাই চলি
হে শান্তিকামী, আমি শান্তির পথে চলি!
কাউকে গুলি করে চিরশান্ত করি না
এই অশান্ত ইসলাম আমার নয়!
বিষয়: বিবিধ
৮০৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মারা এবং মরার কাজ জেহাদের ময়দানে।
মন্তব্য করতে লগইন করুন