আমায় দেখে সবাই বল্ল 'হেলো'

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৫ নভেম্বর, ২০১৫, ১২:০৬:২৩ দুপুর

লাট্টুমিয়া ঘুরতে ঘুরতে এলো

সুরুজমিয়া পুড়তে পুড়তে এলো

ছুরতালী ছুড়তে ছুড়তে এলো

খোড়ামতি খুড়তে খুড়তে এলো

এখানে এসে কে জানি কি পেল!

বাহা-ভাই বাইতে বাইতে এলো

খাদেমালী খাইতে খাইতে এলো

নায়েবালী নাইতে নাইতে এলো

গায়েনবাবু গাইতে গাইতে এলো

এসে সবাই কে জানি কি খেল!

ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে এলো

হৈ-হল্লা হেলতে দুলতে এলো

ঢোলাপ্যান ঢুলতে ঢুলতে এলো

চঞ্চলেরা চলতে চলতে এলো

আমায় দেখে সবাই বল্ল লাট্টুমিয়া ঘুরতে ঘুরতে এলো

সুরুজমিয়া পুড়তে পুড়তে এলো

ছুরতালী ছুড়তে ছুড়তে এলো

খোড়ামতি খুড়তে খুড়তে এলো

এখানে এসে কে জানি কি পেল!

বাহা-ভাই বাইতে বাইতে এলো

খাদেমালী খাইতে খাইতে এলো

নায়েবালী নাইতে নাইতে এলো

গায়েনবাবু গাইতে গাইতে এলো

এসে সবাই কে জানি কি খেল!

ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে এলো

হৈ-হল্লা হেলতে দুলতে এলো

ঢোলাপ্যান ঢুলতে ঢুলতে এলো

চঞ্চলেরা চলতে চলতে এলো

আমায় দেখেলাট্টুমিয়া ঘুরতে ঘুরতে এলো

সুরুজমিয়া পুড়তে পুড়তে এলো

ছুরতালী ছুড়তে ছুড়তে এলো

খোড়ামতি খুড়তে খুড়তে এলো

এখানে এসে কে জানি কি পেল!

বাহা-ভাই বাইতে বাইতে এলো

খাদেমালী খাইতে খাইতে এলো

নায়েবালী নাইতে নাইতে এলো

গায়েনবাবু গাইতে গাইতে এলো

এসে সবাই কে জানি কি খেল!

ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে এলো

হৈ-হল্লা হেলতে দুলতে এলো

ঢোলাপ্যান ঢুলতে ঢুলতে এলো

চঞ্চলেরা চলতে চলতে এলো

আমায় দেখে সবাই বল্ল 'হেলো'

বিষয়: সাহিত্য

১৩২২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348553
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিস্তু সবাই কি পেল???
০৮ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৯
289678
সুমন আখন্দ লিখেছেন : Surprised Tongue
348565
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২৭
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক ধন্যবাদ। সুন্দর লেখা।
০৮ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৯
289679
সুমন আখন্দ লিখেছেন : <:-P Broken Heart

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File