তোমার বউ না হয়ে ইন্ডিয়ার গরু হলেও অনেক সুখে থাকতাম
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৯ অক্টোবর, ২০১৫, ০৫:০২:৪৭ বিকাল
আমার বউ আমার সাথে অভিমান করেছে, আমিও কথাকাটাকাটি করছি। এক পর্যায়ে সে বললো, "তোমার বউ না হয়ে ইন্ডিয়ার গরু হলেও অনেক সুখে থাকতাম"! এমন সত্যি কথা শুনে আমি হো হো করে হেসে দিলাম! ঝগড়ার গাড়িতে ব্রেক করলাম!
দুপুরের ঝিমুনিতে স্বপ্ন দেখলাম!
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এখনো দিবাস্বপ্ন দেখার বয়সে আছেন তাহলে!!
আপনিও একই কথা বলা ছাড়া রাস্তা দেখছিনা!!
স্বপ্নেই থাকুক, আর বাস্তবে ভাবীজ্বিকে নিয়ে চমৎকার কবিতা রচনা করুন এই শুভকামনা!
মন্তব্য করতে লগইন করুন