জ্যাক অব অল ট্রেডস

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৮ অক্টোবর, ২০১৫, ০৬:১৩:৪৮ সন্ধ্যা

একসময় নিজেরে ক্রিকেটার মনে হতো,

কেমনে ন্যাশনাল টিমে চান্স পাওয়া যায়--

ভাবতে ভাবতে মন ছুটে গেল!

একসময় নিজেরে নায়ক-নায়ক মনে হতো,

সাল্লুর মতো বডি বানাতে বানাতে

প্রথমে হাত, পরে পা ভেঙে গেল!

একসময় নিজেরে মেধাবী মনে হতো,

আরও কি করে মেধায় ধার দেয়া যায়

ভাবতে ভাবতে সময় পেরিয়ে গেল;

একসময় নিজেরে প্রমিজিং মনে হতো

এত প্রতিভা কই রাখি?

চিন্তায় চিন্তায় বয়স চলে গেল!

ইদানিং নিজেরে কবি-কবি মনে হয়

কি করে আরও কবিতা ফলানো যায়,

এই ধান্ধায় দিন যায়, রাত যায়!

রিসেন্টলি নিজেরে গায়ক-গায়ক লাগে

একতারা-দুইতারা লইয়া

পাচতারার আশেপাশে যেতে মন চায়---

বিষয়: বিবিধ

৯৯০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347590
২৮ অক্টোবর ২০১৫ রাত ০৯:১৪
হতভাগা লিখেছেন : এখন আপনি হয়েছেন শিক্ষক - মানুষ গড়ার কারিগর । পুরাই অস্থির একটা পেশা ।

বাই দ্যা ওয়ে - আপনি তো শাবিপ্রবিতে - তাই না ? জাফর স্যারের লেটেস্ট আপডেট কি ? ঐ ঘটনার পর থেকে মাস খানেক ঝিম মেরে আছেন মনে হয় ।
২৯ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:০৪
288693
সুমন আখন্দ লিখেছেন : ঝিম মেরে আছেন, নতুন কিছু লিখছেন <:-P
347620
২৮ অক্টোবর ২০১৫ রাত ১১:২০
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

চমৎকার মিলিয়েছেন, পাচতারার আকাশ ভালো তবু ব্ল্যাকহোলে যাইয়েন না!

শুকরিয়া Good Luck
২৯ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:০৪
288694
সুমন আখন্দ লিখেছেন : শুকরিয়া Good Luck
347624
২৮ অক্টোবর ২০১৫ রাত ১১:২৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আর যা-ই হন, "বুদ্ধিজীবি" হওয়া থেকে দূরে থাকুন!

২৯ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:০৫
288695
সুমন আখন্দ লিখেছেন : আর মনে হয় চান্স নাই Broken Heart

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File