সংখ্যার সংসার
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৩ অক্টোবর, ২০১৫, ১০:৫৫:৫০ সকাল
সংখ্যাতে সাজালাম সংসার!
আমি সম্পাদ্য, বউ উপপাদ্য
দুজনেরই যৌবন-জ্যমিতিক;
যেখানে যা ভালো যোগ করি. আরো ভালো গুন করি!
সব মন্দ বিয়োগ করি, ভাগ করে বিদায় করি!
তবু ফরমুলা ঠিক থাকলেও সবসময় উত্তর মেলে না
পাটিগণিতের পাটি বিছিয়ে কান্দি
বীজগণিতের বীজ পুতে আশা বান্ধি
সহজা এখনো পাই-চার্টে
হিসটোগ্রামের মত চলছে বছরগুলো
হিসাব মেলাতে গিয়ে দেখি-
অংকের উপর দাড়িয়ে আছেন জীবন
সংখ্যা শুধু বামে শূন্য বসিয়েছে, ডানে আমি একা-একজন!
বিষয়: সাহিত্য
৭৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন