আমি বাংলাদেশ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১২ অক্টোবর, ২০১৫, ০৮:৩৫:৪৫ সকাল
যখন আমার শূন্য বছর
মাংসল-দরজায় মাথা ঠুকলাম
কার যেন মরণ-চিৎকার শুনলাম;
না বুঝে আমি কানলাম!
যখন বয়স হলো উনিশ-বিশ
কাঠের দরজায় কড়া নাড়লাম
সুবিধার সনদ নিয়ে কাড়াকাড়ি দেখলাম
বিজ্ঞরা মাথা দোলালো, বোবার মত বেকুব হয়ে থাকলাম!
যখন চোরা চল্লিশে পড়লাম
লোহার দরজায় লাথি মারলাম
সুবিধাভোগী শয়তানদের চিনে রাখলাম
ওদের মুখ-পুত্তলিকায় আগুন দিলাম!
প্রবল পঞ্চাশে পৌছাতে পৌছাতে
ছাইয়ের দরজায় টোকা দিবো,
(পাতের-ভাতে ঝুরঝুর হুড়মুড় মানুষ-পোড়া ছাই)
আমি ইবলিশের আর্তনাত শুনতে চাই!
বিষয়: বিবিধ
৯৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন