জীবন এমন কেন

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৪:৪৭ সকাল



জীবনে এতো জটলা কেন?

ঠেলতে ঠেলতে জীবন গেল!

জীবনে এতো গিটঠু কেন?

খুলতে খুলতে জীবন গেল!

জীবনে এতো জীবানু কেন?

ভুগতে ভুগতে জীবন গেল!

জীবনে এতো জিঞ্জির কেন?

ভাংতে ভাংতে জীবন গেল!

জীবনে এতো জেলাপি কেন?

প্যাচাতে প্যাচাতে জীবন গেল!

জীবনে এতো জিনিস কেন?

কিনতে কিনতে জীবন গেল!

জীবনে এতো জারনি কেন?

যাইতে যাইতে জীবন গেল!

জীবনে এতো জোচ্চুরি কেন?

হারতে হারতে জীবন গেল!

জীবনে এতো জোকার কেন?

হাসতে হাসতে জীবন গেল!

জীবনে এতো যৌবন কেন?

বাচতে বাচতে জীবন গেল!

বিষয়: বিবিধ

৯৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342638
২০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:০৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : জীবন হচ্ছে আজাইড়া না খাইয়া কিছুনা কিছু করার জন্য...এখন কেউ গিট্রু খুলে কেউ পেচ কাটায় কিছুনা কিছু করে তবে কাজের কাজ কমই হয়...পড়ে বেপক মজা পাইলাম সবার মনের যন্ত্রনাগুলি...প্রকাশিলেন। পিলাচ পিলাচ পিলাচ
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৬
285189
সুমন আখন্দ লিখেছেন : Praying Happy>-
342708
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জিবন যখন মরণ!
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৬
285190
সুমন আখন্দ লিখেছেন : Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File