জীবন এমন কেন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৪:৪৭ সকাল
জীবনে এতো জটলা কেন?
ঠেলতে ঠেলতে জীবন গেল!
জীবনে এতো গিটঠু কেন?
খুলতে খুলতে জীবন গেল!
জীবনে এতো জীবানু কেন?
ভুগতে ভুগতে জীবন গেল!
জীবনে এতো জিঞ্জির কেন?
ভাংতে ভাংতে জীবন গেল!
জীবনে এতো জেলাপি কেন?
প্যাচাতে প্যাচাতে জীবন গেল!
জীবনে এতো জিনিস কেন?
কিনতে কিনতে জীবন গেল!
জীবনে এতো জারনি কেন?
যাইতে যাইতে জীবন গেল!
জীবনে এতো জোচ্চুরি কেন?
হারতে হারতে জীবন গেল!
জীবনে এতো জোকার কেন?
হাসতে হাসতে জীবন গেল!
জীবনে এতো যৌবন কেন?
বাচতে বাচতে জীবন গেল!
বিষয়: বিবিধ
৯৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন