জল বিনিময়
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২২:৫৭ সকাল
জল ছাড়া সুখ নেই, জলে আছে তরল থিম
মাটি আধাকিসিম
আমার আছে জল
তোমারও আছে
আমি সেই জলের ভক্ত- আজন্ম আসক্ত
তোমাকে উদ্দেশ্য করেই বলি, 'সবার উপর জল সত্য!
বলে গেছে অনেকেই আগে হয়তো
নেই নতুনত্ব’।
বেঁচে থাকতে তোমার কত জল লাগে?
বৃষ্টির জল ঝর্ণার জল অল্পকিছু চোখের জল
আমারও কম লাগেনা;
খাবার জল ধোয়ার জল, নিত্যনতুন জলের সমাধী
তুমি নীরবে নুয়ে চলা নদী
আমি সজোরে ধরে থাকা পার,
অথচ দেখো কেমন নিয়ম সব
আমার ভাঙনে তোমার গৌরব!
মাইলকে মাইল স্বপ্ন মিশে গেছে জলে
আরও স্বপ্ন যাচ্ছে চলে...
তবু প্রবল বেগে আশার স্রোত ছুটলেই
ভুলে যাই পেছনের ভাঙ্গন, পাঁজরের টান
ভুলে যাই চিরচেনা ঘূর্ণিস্রোত
বছর দশ ধরে শুধু এই চলছে
আরও চলবে হাজার বছর।
বিষয়: সাহিত্য
৮৩২ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন