যৌথ-ইশতেহার
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৮ আগস্ট, ২০১৫, ০৭:৪১:০১ সন্ধ্যা
বোয়াস বসরে তো বাদ দেয়ার উপায় নাই, কিন্তু দিনকাল যা পড়ছে তাতে মনে হয় মর্গান বাদ দিয়া শর্টগান শিখলে ফায়দা বেশি; টেইলার নিয়ে পড়ে থাকলে বড়জোর টেইলারিং করা যাবে। অবস্থা দেখে অনুমান করা যায় ম্যালিনোস্কী, ব্রাউন, প্রিচার্ডেরও খাওন উঠে যাচ্ছে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ থেকে---। এই ভূ-ভাগে এখন সবচেয়ে আগে আছে শ্রীমান শিট ইবনে ফটোকপিয়ার। ইনি এতটাই প্রভাবশালী যে সমসাময়িক যে কোন নৃবিজ্ঞানীর কথাকে তিনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন, বাঘাবাঘা বইকেও ভুল প্রমাণ করতে পারেন।
সারভাইভ করার জন্য আমিও প্রায়-আপোষ করে ফেলেছি ওনার সাথে, এবং ফটোকপি করেই চলছি। উনি কথা বলতে পারেন না ঠিকই, কিন্তু অনেক কিছু বলে যান নি:শব্দে। মুড থাকলে মাঝে মাঝে ওনার সাথে ভাব বিনিময় হয়, ভাবছি দুজন মিলে একটা যৌথ-ইশতেহার ঘোষণা করবো-- সেটা হবে এরকম
"নৃবৈজ্ঞানিক মডেল বুঝলে বার্থের বাবার নাম ভুলিয়ে দিতে হবে;
স্ট্রসের স্ট্রাকচারে ফ্রাকচার ধরাতে পারলে আমাদের গ্রামীণ-ঘিলু টিকবে
তাই হেজিমনির বাংলা-ভার্সন করে গ্রামশীকে গ্রামছাড়া করতে হবে;
ডিকন্সট্রাকশন পড়ার পর দেরিদাকে দড়ি দিয়া বানতে হবে;
(এতে ডেফিনেটলি কিছু পাওয়ার গেইন করা যাবে)
পাওয়ার হাতে পাওয়ার পর ফুকোকে ফু দিয়া উড়িয়ে দিতে হবে;
দ্বন্দ্ব মিটমাট হলে মার্ক্সমামাকে শুকরের খোয়ারে ঢুকাতে হবে;
প্রতীকী টানাটানির পর টার্নারকে টান মেরে ফেলে দিতে হবে;
মোরগ-লড়াই হয়ে গেলে গিয়ার্জের গিয়ার বাড়াইয়া দিতে হবে
(যাতে করে সে যমুনার জলে চুবনি খাইতে পারে)"
- ইশতেহারটি এখনও প্রাথমিক পর্যায়ের, আপনাদের মূল্যবান পরামর্শ পাইলে সবাইরে অসুবিধা করতে সুবিধা হয়।
বিষয়: বিবিধ
৮১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার ব্যবসা মাইর খাবে!
মন্তব্য করতে লগইন করুন