একইরকম লাগে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৫ আগস্ট, ২০১৫, ০৯:৪৭:৫৩ সকাল
আপেল, আলু, আর ফার্মের ডিম
আমার কাছে একইরকম লাগে।।
মানুষের পাজর ভেদ করে যখন
এগিয়ে যায় র্যাবের বন্দুক,
কেউ কিছু বললেই কলংকের কালি
'এরা দেশদ্রোহী, এরাই নিন্দুক।
নিজেকেই নিজে গালি দেই
ক্ষোভে, দু:খে, রাগে!
আইন, আদালত, আর হাতের মোয়া
আমার কাছে একইরকম লাগে।।
কাটাতারে কাতান ফেসে যায়
তবু কথা পড়ে না মাটিতে
রাগের তাপ কতটা কমাতে পারে
আশ্বাসে বোনা শীতলপাটিতে।
বিএনসিসিতে বাড়ি হলেই হয় না
আরও কিছু যোগ্যতা লাগে।
বোমারু-বিমান, সাজোয়া-যান, আর প্রাইভেট কার
আমার কাছে একইরকম লাগে।।
বিষয়: সাহিত্য
৭০৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন