অতএব বেশি ভাব নিয়েন না দাদা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৫ আগস্ট, ২০১৫, ০৮:২১:৫৩ সকাল
এমন ভাব নিচ্ছেন দাদা, যেন আপনি এবং আপনারা
স্বাধীনতার সূর্য হতে, মানে সূর্যের বীর্য হতে পয়দা হয়েছেন
আর আমাদের জন্ম হয়েছে রাজাকারের রক্তে
অথবা পাকসেনাদের পেচ্ছাবে!
তাই আমারে লাঠিচার্জ করা
আমার মায়রে গালি দেয়া, বাবারে তুলে নেয়া
আমার বোনরে ধর্ষণ করা
সন্তানসম্ভবা বউয়ের পেটে গুলি করা
এগুলো ডালভাতের মতো স্বাভাবিক!
একাত্তরের পরে জন্মালেও, জন্মসূত্রে 'সোনার ছেলে' আপনি
মুক্তিযুদ্ধ না দেখেও বাই চান্স 'স্বপক্ষ' হয়ে গেলেন আপনি
আর আমারে বানালেন ব্লাডি বাস্টার্ড
কিছু না করেও আমি শালা কুলাঙ্গার
তাই আমারে লাত্থি-উস্টা দিয়ে জেলে ভরা
ভিটাবাড়ি দখল করা
এবং গ্রামছাড়া করা
আমার নামে একশোএকটা মামলা দেয়া
এগুলো মামুলি ব্যাপার, কোন ঘটনা না!
বেশি নাক সিটকাইয়েন না দাদা!
আপনার খাড়া-নাকটা কাটার জন্য কেচি যোগার করতেছি
নিজেরে যতই দুধের ধোয়া মনে করেন না ক্যান
আপনি আসলে সুবিধাবাদী,
আপনারে রগে-রগে চিনি
আমি খুব ভালো করে জানি
আপনি পরজীবি ক্রিমিনাল কৃমি
অন্যদের মতো আপনিও একটা হাগু-মুতুর মেশিন
অতএব বেশি ভাব নিয়েন না দাদা!
বিষয়: সাহিত্য
৮৮২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুক্তিযুদ্ধের মূল চেতনা ভুলুন্ঠিত হওয়ায়-এ অবস্থা..
ধন্যবাদ অনেক..
মন্তব্য করতে লগইন করুন