তুমি বন্ধু বলেই আমার আর শত্রু লাগে না
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৪ জুলাই, ২০১৫, ০৪:১২:৫২ বিকাল
হে ভারত,
করে কত কসরত!
তোমায় দিলাম আমের আদর
আমি চাটলাম ছোলা;
আমি হলাম দোলনার দড়ি
তোমায় দিলাম দোলা
আমারে তুমি ইউজ কর
দাও গালি, জাউরা পোলা!
হে ভারত,
আর কত শুটিং-মহরত!
ছাতু খাওয়ার পর পানির জন্য জান পেরেশান
তোমার জন্য ছিল আমার তেমনই টান;
শশা খাওয়ার পর লাগে না আর পানি
আমারে তুমি এমনই জানো জানি!
তুমি মহাসাধু, আমি অতিচোর
বাংলাদেশ তোমার ন্যাচারাল করিডোর!
হে ভারত,
এটা আমার নিজস্ব মত!
তুমি বন্ধু বলেই আমার আর শত্রু লাগে না
তোমার জন্য তাই আর প্রেম জাগে না!
বিষয়: সাহিত্য
৮৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টোনা নাকি ঠ্যাং কাটছে??
তোমায় দিলাম দোলা
মন্তব্য করতে লগইন করুন