অবৈধরা লজ্জা পাক
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০১ জুলাই, ২০১৫, ১০:৩৫:১০ সকাল
গমসোনারা থাকতো মেতে
ফুটবলে আর সাম্বাতে
এলো হঠাৎ আজব দেশে
ডাকছে গরু 'হাম্বা'তে
রুটি-ব্রেড খায় কমকম
সবার রুচি আম-ভাতে!
এসব দেখে কোঁচকালো গাল
ধরলো ব্যথা সারা গাও,
দুদিন বাদেই সোনার দেহে
খোশ-পাচড়া পঁচা ঘাও
এ অবস্থায় করলো রিলিজ
কার্গো নামের বড় নাও!
চারশো কোটি অনেক টাকা
খা-মন্ত্রীরও অনেক টাক,
টাকে নাকি টাকা বাড়ে
সবাই মুখ চেপে থাক!
'লজ্জা' নামে থাকলে কিছু
অবৈধরা লজ্জা পাক!
বিষয়: সাহিত্য
৮১৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এদের যদি লজ্জা থাকত তাইলে অনেক আগেই মুখ দেখান বন্ধ করত!!!
মন্তব্য করতে লগইন করুন