রক্ত যখন দিয়েছি, আরো দিবো! নিজের রক্তই দিবো---

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৪ জুন, ২০১৫, ০৩:৪২:২৭ দুপুর

আজ গিয়েছিলাম রেড-ক্রিসেন্ট আয়োজিত 'বিশ্ব রক্তদাতা দিবস' উদযাপন করতে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের মতো অনুষ্ঠানও দেরিতে শুরু হলো; কার্টেল-ওভারের মতো র‍্যালিটাকে কেটে ফেলা হলো।

প্রধান, বিশেষ এবং অবিশেষ অতিথিদের বক্তব্যের পরে সম্মাননা-ক্রেস্ট প্রদানের পালা; বিভিন্ন সংগঠকরা বড় বড় ক্রেস্ট পেলেন। মজার বিষয় হচ্ছে, শীর্ষ তিনটি স্থানের দখলে গ্যাসফিল্ড এবং এদের সাথে চুক্তিকারী প্রতিষ্ঠান; শেভরণ, বিবিয়ানা, জালালাবাদ। এদের কর্মচারী-কর্মকর্তারা ডোনেট করছে ব্লাড, এটা ভালো লক্ষণ। এরপর ব্যক্তি পর্যায়ে ডোনারদের স্বীকৃতি। আমিও একটি ক্রেস্ট পেলাম, ভালো লাগলো! আলোচনাপর্বে একজন একটু ইঙ্গিত করেছিলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে আরও বেশি কালেকশন সম্ভব। সুযোগ পেয়ে আমার একটু বলার ইচ্ছে হলো, এক মিনিটের জন্য মাইক্রোফোন চেয়ে আমি বল্লাম, "আমি একা যখন পেরেছি, শাবিপ্রবি সম্পৃক্ত হলে এখানে অবশ্যই প্রতিবছর প্রথম স্থান অধিকার করবে। আশা করি, রেড ক্রিসেন্ট ব্যাপারটি নিয়ে ভাববেন! এবং আমরাও বেশি বেশি সম্পৃক্ত হতে পারলে ভালো লাগবে।"

বিষয়: বিবিধ

৯৬৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325775
১৪ জুন ২০১৫ বিকাল ০৪:৫৮
হতভাগা লিখেছেন : আপনার রক্তের গ্রুপ কি ?
১৪ জুন ২০১৫ বিকাল ০৫:৩৯
267961
সুমন আখন্দ লিখেছেন : ও+
325809
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বেশী বেশী রক্ত দিন জীবন বাঁচান
325851
১৪ জুন ২০১৫ রাত ০৯:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রক্তের দাম কত!!!
326807
২০ জুন ২০১৫ রাত ০১:৫৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ Wave Wave Wave অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File