প্যারোডি
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৪ জুন, ২০১৫, ১০:১০:৪৫ সকাল
মাস্টার কেন করেছেন আল্লায় গো
মাস্টার কেন করেছেন আল্লায়?
আমি যদি মন্ত্রী হতাম
কাড়ি-কাড়ি মাল কামাতাম।।
থাকতো আমার ফরেন-বাড়ি
দেশ যেতো গোল্লায় গো---
আমি যদি পুলিশ হতাম
ধরে ধরে চালান দিতাম।।
আরাম করে বসে থাকতাম
মার্সিডিজ-করল্লায় গো---
আমি যদি পাইলট হতাম
দেশ-বিদেশে উড়াল দিতাম।।
সোনা-হীরার ওজন দিতাম
পাঁচ-কেজির পাল্লায় গো---
মূল: পবন দাস বাউলের 'সাওতাল করেছেন ভগবান গো'
বিষয়: বিবিধ
৯৪০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাস্টার হইলেও তো এইসব হয়। আপনাদের বিশ্ববিদ্যালয়েই তো বিখ্যাত অধ্যাপক দম্পতি আছেন!!!
মন্তব্য করতে লগইন করুন