দাসত্ব কারো করতে হলে বউয়ের দাসত্ব করাই উত্তম
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২০ মে, ২০১৫, ০৪:৫৪:৪৬ বিকাল
কার লেখায় যেন পড়েছিলাম; দাসত্ব কারো করতে হলে বউয়ের দাসত্ব করাই উত্তম। এজন্য, বউকে নিয়ে গান লেখার চেষ্টায় আছি--
দেখলে তোমায়
মন মোচড়ায়
বুক ব্যথা করে, বন্ধুরে
তুমি চাইয়ো না অমন করে।।
তোমার মায়ায়
পরাণ পোড়ায়
অন্তরে অনল জ্বলে, বন্ধুরে
তুমি থাইকো অামার ঘরে।।
তোমার ভালােবাসায়
ডুবায় আবার ভাসায়
পড়েছি প্রেমের জ্বরে, বন্ধুরে
তুমি যাইয়ো না বেশি দূরে।।
বিষয়: সাহিত্য
৯১৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ভাই শিরোনামটা ভালো লাগে নি। 'দাসত্ব' কথাটায় আপত্তি আছে।
আহসান সাদী লিখেছেন : হাহাহা, গানটা তো ভালোই। একটু ঘষামাজা করলে মূলধারার বাউল গান হিসেবে প্রতিষ্ঠিত করা যায় গানটাকে।
তবে ভাই শিরোনামটা ভালো লাগে নি। 'দাসত্ব' কথাটায় আপত্তি আছে। সহমত
মন্তব্য করতে লগইন করুন