বেঁচে থাকলে আর এমন গণতান্ত্রিক সরকার থাকলে আরো কতো কিছু দেখবো
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৬ মে, ২০১৫, ০৯:১৬:৫৫ সকাল
বর্ষবরণে এমন বস্ত্রহরণ আগে দেখিনি!
এত সুষ্ঠু নির্বাচন আমরা আগে দেখিনি, একটা লাশও পড়েনি!
লাশ অবশ্য অন্যভাবে পড়ছে, বন্দুকযুদ্ধে মানুষ মরছে!
পুলিশের হাতে পাবলিকের পিটুনি খাওয়া নতুন নয়, কিন্তু এভাবে!
একজন সাবেক মন্ত্রীকে এভাবে অারেকটা দেশের মেন্টাল হসপিটালে আবিস্কার!
শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী ব্লগার-অনন্তের এভাবে মরে যাওয়া---
অধ্যাপক জাফর ইকবালের বিরুদ্ধে একজন এমপির যাচ্ছেতাই বিষোদগার---
---এভাবে মেনে নেয়া যায় না!
আমার জীবদ্দশায় এমন নৈরাজ্যে বাংলাদেশকে আগে দেখিনি!
বিষয়: রাজনীতি
৯৯৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারা বেশী মারপিট করতে পারে যারা তাদেরকেই ক্ষমতা বসায় , কারণ হতে পারে যে তুলামূলকভাবে দাঙ্গাবাজ দল যদি ক্ষমতায় আসে তাহলে তাদের মাইর বিরোধী দলে থাকার চেয়ে একটু কম হবে ।
এটাই বাংলাদেশের মানুষের চাওয়া এবং পাওয়া ।
মন্তব্য করতে লগইন করুন