শাবিপ্রবির বাঘাবাঘা টিমকে হারিয়ে নৃবিজ্ঞান বিভাগ

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৪ মে, ২০১৫, ০৯:৩০:৫২ সকাল

শাবিপ্রবির বাঘাবাঘা টিমকে হারিয়ে নৃবিজ্ঞান বিভাগ হ্যান্ডবলে রানার্স-আপ, ফুটবলে চ্যাম্পিয়ান। আভি তো পার্টি শুরু হয়ে ইয়ার---গতকাল পোলাপান নিয়ে বসেছিলাম রিহার্সেলে গানের আসরে; গাইলাম গলা ছেড়ে, নাচলাম সুরে বুদ হয়ে। লালন, হাসন, রাধারমন থেকে শুরু করে বাংলা সিনেমার চটুল গান বাদ যায় নি কিছু। সন্ধ্যার পর যখন বাড়ি ফিরছিলাম নিজেই একটা দুষ্টুমীর গান লিখে ফেললাম। দেখুন তো কেমন হলো--

মুরগী মেকাপ নেয়, গেটাপ নেয়

ডিম তো পারে না!

মুরগী মেকাপ নেয়।।

মুরগী খায় মাশাল্লা

দেখতে সোবহানাল্লা

খায়দায় ঘুরে ফিরে

আণ্ডা পারে না!

মুরগী মেকাপ নেয়।।

মুরগীর জমে গ্যাছে চর্বি

মোরগেরা পিছন ধরবি

কটকটায় কডকডায়

বয়দা পারে না!

মুরগী মেকাপ নেয়।।

মুরগী চলে রানীর মতো

ক্যাটোয়াক করে কতো

রূপে রূপে অপরূপা

ডিম্ব পারে না!

মুরগী মেকাপ নেয়।।

মুরগী একটুখানি বালকি

তাই আসে না পালকি

ছটফটায় গটমটায়

বয়জা পারে না!

মুরগী মেকাপ নেয়।।

দেখি আজকের বারবিকিউ পার্টির ফাঁকে গানটি গাওয়া যায় কিনা!

বিষয়: বিবিধ

৯৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320077
১৪ মে ২০১৫ রাত ০৮:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নৃতত্ব বিদ্যায় সম্ভবত মানুষের মাথার খুলির হিসাব থেকে জাতি গো্ত্র নির্নয় এর কিছু বিষয় আছে!!
তাই হ্যান্ডবল ফুটবলে সেরা!
এই থেলা গুলির উদ্ভব নাকি যুদ্ধ ক্ষেত্রে মানুষের কাটা মাথা নিয়ে খেলতে খেলতে!!!
তাই ডিম আর নাই।
১৫ মে ২০১৫ বিকাল ০৫:২৭
261293
সুমন আখন্দ লিখেছেন : so far u understand
Liar

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File